প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৭, ২০২৬, ১২:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২৪, ৯:৩৩ পি.এম
মোংলায় হাসিনার বিচার দাবিতে ২য় দিনেও বিএনপির অবস্থান কর্মসূচি

ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচার দাবিতে দেশ জুড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মোংলায় বিএনপি'র উদ্যোগে দু-দিন ব্যাপী অবস্থান কর্মসূচির ২য় দিনেও পৌর মার্কেটের সামনে সকাল থেকে নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বেলা ১১টা থেকে পৌর মার্কেটের সামনে শুরু হয় নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এ অবস্থান কর্মসূচি।
এসময় বক্তারা বলেন, দ্রুত ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবি জানাই।
তারা আরো বলেন, কেউ যেন কোথাও কারো কোনো বাড়ি ঘরে হামলা-ভাঙচুর না করেন। এসব করলে দায়দায়িত্ব তারই, দলের নয়। দল তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এসময় বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক ও মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জুলফিকার আলী, বিএনপি নেতা আবু হোসেন পনি, এমরান হোসেন, মাহবুবুর রহমান মানিক, বাবুল হোসেন রনি ও মোঃ আলাউদ্দিন।
অবস্থান কর্মসূচি শেষে শেখ হাসিনার বিচারের দাবিতে পৌর শহরে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার দাবিসহ তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিলসহ পৌর মার্কেটের সামনে এসে জড়ো হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho