
কক্সবাজার শহরের মোটেল-মোটেল জোনের কলাতলী প্যাসিফিক বীচ সংলগ্ন এলাকা থেকে চার ছিনতাইকারীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহৃত ছোরা, উদ্ধার করা হয় মোবাইল ফোন।
আটককৃতরা হলেন- মো. ওসমান গণি (১৮), মো. মোবারক মনু (১৯), মো. সোহেল (১৮), মো. হোছাইন (১৫)।
ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটক মো. ফাহিম ইসলামকে গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) রাত পৌনে ২টার দিকে চারজন ছিনতাইকারী গতিরোধ করে একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় তাকে রক্তাক্ত জখম করে ছিনতাইকারীরা পালিয়ে গেলেও এক ছিনতাইকারীকে জনতা আটক করে টহলরত সেনা সদস্যদের কাছে সোপর্দ করে।
এরপর সেনা সদস্যরা আটক ছিনতাইকারীকে ট্যুরিস্ট পুলিশে কাছে হস্তান্তর করে। পরবর্তীতে আটক ছিনতাইকারীর দেওয়া তথ্যের ভিত্তিতে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহযোগিতায় শহরের বিভিন্ন এলাকা থেকে তিনজনকে আটক করে।
ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দায়ের প্রক্রিয়াধীন। আটককৃত ছিনতাইকারীদের আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho