
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নবাগত চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, দেশে গ্যাস-বিদ্যুতের দাম সহসাই বাড়বে না।
সোমবার (২৬ আগস্ট) হবিগঞ্জ প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
জালাল আহমেদ বলেন, কোন পরিবেশক যদি গ্যাস বা বিদ্যুতের দাম বাড়াতে চায় তাহলে আইন মেনে সেটি করা হবে। তবে সহসাই গ্যাস অথবা বিদ্যুতের দাম বাড়ার সম্ভাবনা দেখছি না।
তিনি বলেন, ‘আইনে বিইআরসিকে এ সিদ্ধান্তের ক্ষমতা দেওয়া হয়েছিল। সেখান থেকে আইন সংশোধনের মাধ্যমে মন্ত্রণালয়ে ক্ষমতা নেওয়া হয়। এ ক্ষমতার ব্যবহার রহিত করা হয়েছে। আইন সংশোধনের মাধ্যমে পুনরায় এটি বিইআরসিকে ফেরত দেওয়া হচ্ছে।
বিইআরসি এখন পূর্ণ ক্ষমতা নিয়ে কাজ করবে বলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জালাল আহমেদ বিশ্বাস করেন।
বিইআরসির নবাগত চেয়ারম্যান জালাল আহমেদ সোমবার হবিগঞ্জ প্রেসক্লাবে খোয়াই অববাহিকায় বন্যা ও জলাবদ্ধতার কারণ ও করণীয়’ বিষয়ক আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho