প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৫, ৫:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২৪, ৮:১৪ এ.এম
ছবি তুলে দেয়ার কথা বলে জবি ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের এক ছাত্রীকে ছবি তুলে দেয়ার কথা বলে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে মার্কেটিং বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান জনির বিরুদ্ধে।
আজ মঙ্গলবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস বরাবর এ অভিযোগ করেন ভুক্তভোগী ওই ছাত্রী। এতে তিনি বলেন, গত ২৮ ই আগস্ট মার্কেটিং বিভাগের ১৬ ব্যাচের জাহিদ হাসান জনি আমার সাথে অশোভন আচরন করে। আমাকে ছবি তোলার কথা বলে অবকাশ ভবনে নিয়ে যেয়ে আমাকে হয়রানি করেছে।
তিনি বলেন, ছবি তোলার নাম করে আমার অনুমতি ছাড়া শারিরিকভাবে স্পর্শ করে এবং কুরূচিপূর্ণ প্রস্তাব দেয় এবং পরে বিবিএ বিল্ডিং এর সিড়িতে পুরনায় হয়রানি করে। আমি এর সুষ্ঠ বিচার চাই এবং ভবিষ্যতে কারো সাথে যেন এমন না হয় তার জোর দাবি জানাচ্ছি।
এদিকে এ ঘটনায় জনিকে মারধর করা হয় বলেও জানা যায়। এরআগে জাহিদ হাসান জনির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আরেক নারী শিক্ষার্থীর ছবি তোলার পর হ্যারাজ করার অভিযোগ ওঠে। জনি ওই ছাত্রীর ছবি অশ্লিলভাবে তুলে তা অনুমতি না নিয়ে ফেসবুকে ছড়িয়ে দেন।
এসব অভিযোগের বিষয়ে জাহিদ হাসান জনির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। মেয়ের সাথে আমার বুধবারই প্রথম পরিচয়। আমি ১৫ ব্যাচ বলে পরিচয় দিয়েছিলাম। এটা আমার বিভাগের ১৫ তম ব্যাচ। ওরা আমার আইডি চেক করে। দেখে ১৬ ব্যাচ। কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ের ১৬ তম ব্যাচ কিন্তু বিভাগের ১৫ তম ব্যাচ। এজন্য হয়তো ক্ষিপ্ত হয় তারা। আমাকে মারধর করে।###
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho