
১০ লাখ টাকা চাঁদা চাইতে গিয়ে গ্রামবাসীর পিটুনিতে রাকিব (২৪) নামে এক যুবক নিহতের খবর পাওয়া গেছে।
গতকাল শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বগুড়ার কাহালু উপজেলার সীতাকলমা গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, রাকিব স্থানীয় চাঁদাবাজ দল আতা বাহিনী গ্রুপের সদস্য ছিলেন।
নিহত রাকিব কাহালু উপজেলার পরিশেষ গ্রামের বাসিন্দা।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান গণমাধ্যমকে বলেন, গতকাল রাতে সীতাকলমা গ্রামের ফণীন্দ্রনাথের বাড়িতে আতা বাহিনীর লোকজন ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় বাড়িতে গিয়ে হামলা চালায় এবং একজনকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। পরে পরিবারটির লোকজনের কান্নাকাটি শুনে এলাকার লোকজন এগিয়ে এসে আতা বাহিনীর ১০-১২ জনকে ধাওয়া দেয়। এই সময় আতা বাহিনীর সদস্য রাকিব গ্রামবাসীর হাতে ধরা পড়লে লোকজন তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাকিবের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাকিবের পরিবারের লোকজন মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেন ওসি শাহীনুজ্জামান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho