
বান্দরবানের থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত রাম জা থাং পাতেং (৪০) নামের এক কেএনএ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় থানচির শাহজাহান পাড়া টিওবির এলাকায় বিজিবির একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক রাম জা থাং পাতেং থানচি ৩ নম্বর ওয়ার্ড শাহজাহানপাড়া টিওবি এলাকার সাপখোবের ছেলে।
বিজিবি জানায়, বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, গত ৩ এপ্রিল থানচির সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত কেএনএফের একজন তালিকাভুক্ত সদস্য থানচিতে বিজিবির শাহজাহানপাড়া টিওবির দায়িত্বপূর্ণ এলাকায় একটি বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্যাটালিয়ন কমান্ডারের দিকনির্দেশনায় থানচি বিওপির কমান্ডার নায়েব সুবেদার শাহ মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি ‘বি টাইপ’ টহলদল সন্দেহভাজন কেএনএফ সদস্যের আশ্রিত বাড়িতে অভিযান চালিয়ে বাড়িটি ঘেরাও করে রাখে।
পরে ওই টহলদলকে সহযোগিতা করার জন্য বলিপাড়া ব্যাটালিয়ন থেকে উপঅধিনায়ক মেজর শেখ মো. মুজাহিদুল ইসলামের নেতৃত্বে ৩০ সদস্যের বিজিবির আরেকটি টহলদল ঘটনাস্থলে যায়। পরে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে খাটের নিচ থেকে রাম জা থাং পাতেং নামক কেএনএ সদস্যকে আটক করা হয়।
আটক কেএনএ সদস্যকে বলিপাড়া ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho