
২০২৪-২৫ অর্থ বছরে খরিখ-২/ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় দিনাজপুরের হিলিতে মাসকালাই ও গ্রীস্মকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ। এসময় সেখানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানীসহ উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ, কৃষক, কৃষাণী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপ¯ি’ত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার জানান,ভাতের সাথে প্রোটিনের চাহিদা সমোন্নত রাখতে ও প্রোটিনের চাহিদা বাড়াতে উপজেলার ৩০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রত্যেক কৃষককে ৫ কেজি মাসকালাই, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে গ্রীস্মকালীন পেঁয়াজ এর বীজ ও সার বিতরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho