প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ২:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৪, ৯:১৯ পি.এম
এনায়েতপুরে যুবদল নেতাকে মারপিট ও হত্যার হুমকি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও সদিয়া চাঁদপুর ইউনিয়ন যুবদলের যুগ্মআহ্বায়ক হান্নান সরকার ও তার পরিবারের ৫ সদস্যকে মারপিট করে প্রাণনাশের হুমকি দিয়েছে স্থানীয় আওয়ামীলীগ নেতা আল-আমিনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনায় এনায়েতপুর থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।
এদিকে মারপিটে আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা শেষে বেলকুচি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী আব্দুল হান্নান জানান, পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশি ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আল-আমিন, জহুরুল, মনির হোসেন, নুর নবী ও মনোয়ার হোসেন সহ বেশ কয়েকজন মিলে ৯ সেপ্টেম্বর খামারগ্রামের আমার বাড়িতে ডুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এসময় তর্কবির্তকের এক পর্যায়ে উল্লেখিতরা আমি সহ স্ত্রী-কামনা বেগম, মা- মুঞ্জুয়ারা বেগম, বোন- মুন্নি সরকার ও ভাগিনা- মুরছালিনকে মারধর করে। এতে তারা আহত হলে প্রাথমিক ভাবে চিকিৎসা দেয়া হয়।
পরবর্তীতে গুরুত্বর আহতদের বেলকুচি সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনায় এনায়েতপুর থানায় অভিযুক্তদের নাম উল্লেখ করে একটি সাধারন ডায়েরি করা হয়েছে। এদিকে এ বিষয়ে থানায় মাললা দিলে প্রাণনাশের হুমকি দেয় ওই চক্রটি।
এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এস এম কামাল হোসেন বলেন, সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী পরিবার। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho