প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ৩:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৪, ৯:৩৬ এ.এম
রাউজানে মাওলানা হাজী ইউছুফের দাফন সম্পন্ন

কওমি অঙ্গনের বিশিষ্ট আলেমেদ্বীন রাউজান সদরস্ত জলিল নগর ছৈয়দুশ শোহাদা (রাঃ) মাদ্রাসার প্রতিষ্টাতা রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্ধা মাওলানা মুহাম্মদ ইউছুফ প্রকাশ হাজি সাহেব হুজুরের নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাউজান সরকারী কলেজ ময়দানে তার নামাজে জানাযা অনুষ্টিত হয়।
কওমি বোর্ড চট্টগ্রামের মহাসচিব মাওলানা কে এম আলমগীর মাসউদ আরব নগরী হুজুরের মাগফিরাতের জন্যে সকলের নিকট দোয়া কামনা করেন। এতে হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন। সারা দেশ থেকে আসেন কওমি অঙ্গনের হাজার হাজার আলেম ও শিক্ষার্থী। আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী তাঁর নামাজে জানাযার ইমামতি করেন।
তিনি গত ৮ সেপ্টেম্বর সকালে ভারতে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি হাজী মরহুম মফিজের ছেলে।স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে সহ হাজার হাজার ছাত্র ভক্ত অনূরক্ত ও গুনগ্রাহী রেখে যান নিরবে দানকারী এ আলেমেদ্বীন।
জানাযায় উপস্থিত ছিলেন, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক মাও. খলিল আহমদ কাসেমী, বাবুনগর মাদরাসার প্রধান মুফতি আল্লামা মাহমুদুল হাসান, মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা ইমদাদুল্লাহ নানুপুরী, আল- মানাহিল ওয়েলফার ফাউন্ডশনের চেয়ারম্যান মাওলানা শেখ হেলাল, মুফতি মাওলানা জসিম উদ্দীন, মাওলানা হাবিবুর রহমানা কাসেমী, ইউনুছিয়া মাদরাসার মাওলানা শাহাবুদ্দিন , জিরি মাদারাসার মাওলানা খোবাইব, মাওলানা নাসির উদ্দীন মুনির, জমিয়তুল ওলামা ক্বওমি মাদরাসা শিক্ষাবোর্ড এর মহাসচিব মাওলানা কে.এম আলমগীর মাসউদ আরবনগরী, রাবার বাগার মাদরাসার মোহতামিম ছিদ্দিকী, রাউজান মাদরাসার মুহাদ্দিস মাওলানা জোবায়ের, কান্দিপাড়া মাদরাসার নির্বাহী পরিচালক ক্বারী মাওলানা শহিদুল্লাহ, মাওলানা ওসমান খলিলাবাদী, সাইয়িদুশ শুহাদা (রাযি.) মাদরাসার সদ্য মনোনীত মোহতামিম মাওলানা ওসামা ইউছুফ সহ চট্টগ্রামের উল্লেখযোগ্য কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম ও বিভিন্ন সংগঠন এর দায়িত্বশীলগণ।
এদিকে হুজুরের মৃত্যুতে শোক জানিয়েছেন রাউজানের সাবেক সংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সহ বিভিন্ন কওমী মাদ্রাসা ও স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ।
মরহুমকে তাঁর প্রতিষ্ঠিত রাউজান জলিলনগরস্থ সাইয়িদুশ শুহাদা মাদরাসার নিজস্ব করবস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, তীব্র গরমের কারনে নামাজে জানাযায় আগত শত শত মুসল্লীদের জন্য পানি ও শরবত এর ব্যবস্থা করেন ইসলামী নব জাগরণ সংগঠন বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho