প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ১২:০১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৪, ১০:০৭ পি.এম
রাউজান থানার নতুন ওসির যোগদান

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক মীর মাহাবুবুর রহমান। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) তিনি রাউজান থানায় যোগদান করেন। তাকে রাউজান থানার পুলিশ সদস্যবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন। রাউজান থানার যোগদানের আগ পর্যন্ত পুলিশ পরিদর্শক মাহাবুবুর রহমান চাঁদপুর জেলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) দায়িত্বরত ছিলেন।
রাউজান থানা সূত্র মতে, গত ০২ সেপ্টেম্বর সোমবার রাউজান থানার ওসি জাহিদ হোসেনকেসহ চট্টগ্রামের ১২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে প্রত্যাহার করা হয়। এরপর থেকে ওসি (তদন্ত) অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করছিলেন। পরে রাউজান থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সিদ্দিকুর রহমানকে বদলি করা হয়। তাঁকে (ওসি তদন্ত) রাউজান থানা থেকে বদলি করে বরিশাল রেঞ্জে নেয়া হয়েছে বলে জানা গেছে। রাউজান থানার সদ্য নিযুক্ত ওসি মীর মাহাবুবুর রহমান বলেন, ‘আমি আগে চাঁদপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ ছিলাম। সেখান থেকে আমাকে রাউজান থানায় পদায়ন করা হয়েছে। রাউজানের আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho