প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ২:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৪, ৮:২৯ পি.এম
ঠাকুরগাঁওয়ে বিজিবির সচেতনমুলক সভা ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প

সীমান্ত হত্যা, নারী ও শিশু পাচার, মাদকদ্রব্য ও চোরচালান বন্ধে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে জনসচেতনমূলক সভা ও ৩ শতাধিক বিনামূল্যে সীমান্তের লোকজন চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
মঙ্গলবার বিকালে হরিপুর উপজেলার ডাবরী সীমান্তের গেরুয়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল তৌহিদুর রহমান, ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তানজীর আহাম্মদ, গেদুড়া ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, গেরুয়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনিরুজ্জামান, স্থানীয় মসজিদের ইমাম নাজমুল হক প্রমুখ।
এসময় ডাবরী, কাঠালডাঙ্গী সহ আশপাশের বিওপির বিজিবির সদস্য এবং স্থানীয়য় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল তৌহিদুর রহমান তার বক্তব্যে বলেন, সীমান্তে অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের সামাজিক ভাবে বয়কট করতে হবে। অপরাধ নির্মূলে সীমান্ত চোরাচালানে জড়িত লোকজনের তথ্য এবং ধরিয়ে দিতে স্থানীয়দের সহায়তা চান তিনি।
সম্প্রীতির সীমান্তে ঘটে যাওয়া ঘটনাগুলো তুলে এই কর্মকর্তা আরো বলেন, একটি মহল সীমান্তে গুজব ছড়াচ্ছে, নিজস্ব চরিতার্থ হাসিলের জন্য। সব গুজবের কান্না দিয়ে প্রতিটি বিষয়ে যাচাই-বাছাই করে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সীমান্তে বিজিবির এমন উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল। একই সাথে এমন ধারাবাহিকতা অব্যাহত রাখার অনুরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho