
খাগড়াছড়ির পর এবার পাশের জেলা রাঙ্গামাটিতে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৫৪ জন আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ শুক্রবার দুপুর ১টায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।এর আগে সকাল সাড়ে ১০টার দিকে শহরের বনরূপা এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় হামলার প্রতিবাদে এদিন শহরের জিমনেসিয়াম চত্বর থেকে কয়েক হাজার পাহাড়ি বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে মিছিল নিয়ে যাওয়ার সময় বনরূপা এলাকায় স্থানীয় বাঙালিরা তাদের বাধা দেন। এরপরই ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার সৈকত আকবর জানান, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া আহত অবস্থায় ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে।নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এই ঘটনা পর থেকে শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বন্ধ রয়েছে শহরের বেশিরভাগ দোকানপাট।
এছাড়া বনরূপা কাঠাতলীতে মৈত্রী বিহারে হামলা চালায় দুর্বৃত্তরা। বিহার পরিচালনা কমিটি সদস্য ত্রিতিময় চাকমা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'বিহার ভাঙচুর করার পাশাপাশি তারা দান বাক্স লুট করেছে।'
যোগাযোগ করা হলে রাঙ্গামাটির জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, 'শহরের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে সংঘর্ষের তথ্য পাওয়া যাচ্ছে।'
তিনি বলেন, যেহেতু রাঙ্গামাটির পৌর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং জনগণের জানমালের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, সেই কারণে আজ দুপুর ১টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়ার পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।
এই আদেশ না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, বলেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho