
হবিগঞ্জের মাধবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় পাঁচ সাংবাদিককে আসামি করা হয়েছে।
জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে নাশকতার ঘটনার জেরে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মাধবপুর থানায় উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নের দেবপুর গ্রামের চান মিয়ার ছেলে আমিনুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। এতে সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাড. মো. মাহবুব আলীকে প্রধান আসামি করে ৪৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।
আসামি পাঁচ সাংবাদিক হচ্ছেন দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ অলিদ মিয়া, দৈনিক সংবাদের মো. এরশাদ আলী, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি শংকর পাল চৌধুরী, দৈনিক জননী প্রতিনিধি মো. নাহিদ মিয়া ও হবিগঞ্জের বাণীর প্রতিনিধি মিজানুর রহমান।
এ ব্যাপারে মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ওই মামলার আসামি হওয়া আমাদের সময়ের প্রতিনিধি মোহাম্মদ অলিদ মিয়া বলেন, সাংবাদকর্মীদের বরাবরই বলির পাঁঠা বানানো হয়। সাংবাদিকদের মিথ্যা মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করে হয়রানি করে হীন মনমানসিকতার পরিচয় দেওয়া হচ্ছে। মুক্ত সাংবাদিকতা বিরোধী এই বৈষম্য দূর করার দাবি জানাচ্ছি।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ৪৬ জন আসামির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অত্যন্ত গুরুত্বের সঙ্গে মামলার প্রত্যেকটা বিষয় তদন্তে আমরা সোচ্চার রয়েছি।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, সাংবাদিকরা সমাজের আয়না। তবে কেউই আইনের ঊর্ধ্বে নয় এটাও সত্য। কিন্তু পেশাগত সাংবাদিকদের মামলায় আসামি করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন কাম্য।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho