এ সময় বক্তারা বাংলাদেশ গণ অধিকার পরিষদের সারমর্ম নিয়ে গঠনমূল বক্তব্যে তুলে ধরে বলেন, আমরা হতে পারি কেউ যুব অধিকার পরিষদের সদস্য , ছাত্র অধিকার পরিষদের সদস্য, গণধিকার পরিষদের সদস্য । কিন্তু আমাদের সকলের লক্ষ্য একটাই , স্বপ্ন একটাই । তা হচ্ছে অধিকার বঞ্চিত গরীব দুঃখী মেহনতী মানুষের হনন কৃত ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া । মানুষের মাঝে বৈষম্যহীন ভেদাভেদ মুক্ত একটা রাষ্ট্র গঠন করা । এটাই আমাদের লক্ষ । বাংলাদেশ গন অধিকার পরিষদ দেশের উন্নয়নের পক্ষে কাজ করে যাচ্ছে ।
বঞ্চিত মানুষের পক্ষে কথা বলেন, আমাদের নেতা ভি. পি নুরুল হক নূর। উনার হাত ধরে আমাদের নিবন্ধিত প্রতীক "ট্রাক মার্কা" কে আমরা এগিয়ে নিয়ে যাবো সকলের সহযোগিতায় ইনশাআল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সেলিম, সভাপতি- শ্রমিক অধিকার পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা। এতে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুর রহমান, সভাপতি, কেন্দ্রীয় কমিটি, শ্রমিক অধিকার পরিষদ।প্রধান বক্তা মোঃ সোহেল রানা সম্পদ সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, শ্রমিক অধিকার পরিষদ।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, পটিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ মোঃ এমদাদুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ মনিরুল ইসলাম, সভাপতি, পেশাজীবি অধিকার পরিষদ, চট্টগ্রাম জেলা।মোঃ ইউসুফ, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ, চট্টগ্রাম মহানগর। মোঃ মিজানুর রহমান, সভাপতি, শ্রমিক অধিকার পরিষদ, চট্টগ্রাম মহানগর।মোঃ ইউছুফুল আলম রোকন, সহ সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব অধিকার পরিষদ।মোঃ মুন্না,সাধারণ সম্পাদক, যুব অধিকার পরিষদ, চট্টগ্রাম মহানগর। মোঃ মোজাম্মেল,সাধারণ সম্পাদক, শ্রমিক অধিকার পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা। অনুষ্টান সঞ্চালনা করেন, মোঃ মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক, শ্রমিক অধিকার পরিষদ, চট্টগ্রাম মহানগর।এতে আরো উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলার বিভিন্ন ইউনিটের নবগঠিত কমিটির সকল নেতা কর্মীরা।