প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ১:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৪, ৫:২৭ পি.এম
বড়লেখায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের সদ্য পদায়িত জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেছেন, প্রশাসনের গতিশীলতা বৃদ্ধিতে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সম্প্রীতি অত্যন্ত জরুরি, এর কোনো বিকল্প নেই। বৈষম্য বিরোধী ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নতুন সরকার গঠন পরবর্তী দেশের আইন-শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় সবচেয়ে বেশি ভুমিকা রেখেছেন এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দগন।
তিনি বুধবার দুপুরে বড়লেখায় প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সাথে উপজেলা প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন দেশের সর্ববৃহৎ হাকালুকি হাওড়পাড়ের তালিমপুর, বর্ণি ও সুজানগর ইউনিয়নের পিছিয়ে পরা জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষায় এগিয়ে নিতে এ ব্যাপারে ত্রি-বার্ষিক পরিকল্পনা গ্রহণ করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে আহ্বান জানান।
ইউএনও নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোআরের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান বিন হাফেজ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি, সাধারণ সম্পাদকসহ, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী এনামুল হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিত কুমার পাল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho