প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৫:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৪, ৮:২৩ পি.এম
কেরানীগঞ্জে ইউনিয়ন পরিষদের দায়িত্ব বন্টন

কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কর্মস্থলে ধারাবাহিকভাবে অনুপস্থিতি সহ বিভিন্ন কারণে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান অনুপস্থিতি রয়েছেন দীর্ঘদিন যাবত । এরই প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম গুলো স্থবির হয়ে পড়েছিল দীর্ঘদিন ধরে। সরকার পরিবর্তনের সাথে সাথে সাধারণ জনগণ পূর্বের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের প্রতি অসন্তোষ প্রকাশ করে মিছিল মিটিং করে।
এ সময় কেরানীগঞ্জের অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা নিজ দায়িত্ত থেকে সরে গিয়ে আত্মগোপনে চলে যায়। দীর্ঘদিন ধরে এ ধরনের অবস্থা বিরাজমান থাকার কারণে গত ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ স্বাক্ষরিত ইউনিয়ন পরিষদ গুলোর দায়িত্ব বন্টনের আদেশ দেওয়া হয় । ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দায়িত্ব পালনের সময় স্থানীয়ভাবে অসন্তোষ সৃষ্টি সহ বিভিন্ন পরিস্থিতির অবনতির আশঙ্কা ইত্যাদির কারণ বিবেচনায় কেরানীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ গুলো সচল রেখে জনগণের সেবা প্রদান কার্যক্রম অব্যাহত রাখার জন্য নতুন ভাবে এই দায়িত্ব বন্টন করা এবং সাধারণ জনগণকে সেবা প্রদানের কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে এই অফিস আদেশ জারি করা হয়েছে।
কেরানীগঞ্জের ১২ ইউনিয়নের মধ্যে কলাতিয়া, শাক্তা, রহিতপুর ,জিনজিরা ,কালিন্দী, শুভাঢ্যা কোন্ডা ও আগানগর ইউনিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া কে। এছাড়া তেঘরিয়া ইউনিয়নের দায়িত্ব রয়েছেন চেয়ারম্যান মোঃ লাট মিয়া , হযরতপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন প্যানেল চেয়ারম্যান ও ৯ নং ওয়ার্ড মেম্বার আলামিন, তারানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৯ নম্বর ওয়ার্ড মেম্বার মামুন , বাস্তা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৫ নং ওয়ার্ড মেম্বার মোঃ রোমানকে দায়িত্ব দেয়া হয়েছে । নতুন করে দায়িত্ব বন্টন করার পর উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া সবাইকে নিয়ে সুন্দর ভাবে দায়িত্ব পালন করার আশ্বাস দেন।
ইউনিয়ন পরিষদ গুলোর নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত রাষ্ট্রীয় অবকাঠামোগুলোকে সচল রাখার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্তরা নিজ নিজ এলাকায় জনসাধারণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাবেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho