প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ১১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৪, ৬:২১ পি.এম
শ্রীনগরে এক রাতে ১১ দোকানে চুরি

মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের কেসি রোডের সাতগাঁও বাজারে এক রাতে ১১টি দোকানে চুরি হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সাতগাঁও বাসস্ট্যান্ড বাজারে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বুধবার রাতে সংঘবদ্ধ চোরের দল ১১টি দোকানে ঢুকে নগদ টাকা, মালামাল ও ওয়ার্কশপের মেশিনপত্র চুরি করে নিয়ে যায়। দোকানীরা জানায়, ওই বাজারের ইয়াসিন স্টোর, বহুমূল্য স্টোর, সুজন স্টোর, হৃদয় এন্টারপ্রাইজ, রাজু অটো ওয়ার্কসপ, দোলন স্টোর, স্বপন ওয়েল্ডিং, দিলিপ চা স্টোর, রাকিব মেকানিক, চন্দন টেলিকম, মায়ের দোয়া ফার্মেসিতে চুরি হয়েছে। সব মিলিয়ে নগদ টাকাসহ পৌনে সাত লাখ টাকার মালামাল চুরি করেছে।
স্থানীয় বাসিন্দা মোঃ ইসরাফিল হোসেন বলেন,বর্তমান বাজার কমিটি নেই ও পাহারাদার নেই এই কারণে এই চুরি হয়েছে। দ্রুত বাজার কমিটি ও পাহারাদার প্রয়োজন ও এই চুরির বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে বীরতারা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান গাজী সহিদুল্লাহ কামাল জিল্লু বলেন, আমি সাতগাঁও বাসস্ট্যান্ডে গিয়ে বাজারের দোকানদার সাথে কথা বলেছি। বর্তমান বাজার কমিটি নেই ও পাহারাদার নেই এই কারণে এই চুরি করতে চুরদের সুবিধা হয়েছে। আমি বাজার কমিটি করতে বলে এসেছি।
এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইয়াসিন মুন্সী বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে পুলিশ কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho