ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, ভারত ছাড়া বাংলাদেশের পরিস্থিতি উন্নত হবে না। বাংলাদেশ যেভাবে চলছে, সেভাবে চলতে পারে না।
শুক্রবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বলে জানান টেলিগ্রাফ ইন্ডিয়া।
এ সময় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদান তাদের মনে রাখা উচিত।
মানিক সাহা বলেন, ‘বাংলাদেশ নিয়ে কথা বলে লাভ নেই। আমরা ভেবেছিলাম যে, বাংলাদেশে (বাংলাদেশ-ভারত) ফ্লাইট পরিষেবা এখনই শুরু হবে, কিন্তু সেখানকার বর্তমান পরিস্থিতি…এটা (ফ্লাইট চালু) নিশ্চিতভাবেই একদিন ঘটবে। কারণ, ভারত ছাড়া বাংলাদেশের অবস্থার উন্নতি হবে না।’
এ সময় তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা তুলে ধরে বলেন, ‘তাদের বোঝা উচিত, আমাদের সেনাবাহিনী যে ত্যাগ স্বীকার করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের জনগণ যে সহায়তা দিয়েছে তা ভুলে যাওয়া উচিত নয়।’
মানিক সাহা আরও বলেন, ‘আমি তাদের (বাংলাদেশিদের) বারবার বলব, মনে রাখবেন—ত্রিপুরার জনগণ কীভাবে আপনার স্বাধীনতার জন্য সাহায্য করেছিল। আমরা সম্ভাব্য সব উপায়ে সাহায্য দিয়েছি…বাংলাদেশে যেভাবে চলছে, সেভাবে চলতে পারে না।’