
ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস ও সিএনজি সংঘর্ষে এক নারী এনজিওকর্মী নিহত হয়েছেন। এ সময় নিহতের স্বামী সহ আরো ৩জন আহত হয়েছেন। নিহত এনজিও কর্মীর নাম হোসনে আরা বেগম (৩৫)।
তিনি গফরগাঁও উপজেলার আতিকুর রহমানের স্ত্রী। তারা স্বামী স্ত্রী শেরপুরে বেসরকারি এনজিও তে কর্মরত ছিলেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে তারাকান্দা উপজেলার ময়মনসিংহ- শেরপুর সড়কের কাঁকনী নামক স্থানে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই হোসনেয়ারা বেগম নিহত হন।
জানা গেছে নিহত হোসনেআরা স্বামীসহ শেরপুর একটি বেসরকারি প্রতিষ্ঠান এনজিওতে কর্মরত ছিলেন।
হোসনে আরা বেগমের শ্বশুরের অসুস্থতার খবর পেয়ে বৃহস্পতিবার গ্রামের বাড়ি গফরগাঁও এর রৌহা গ্রামে গিয়েছিলেন। শ্বশুর কে দেখে বাড়ি থেকে সপরিবারে সিএনজি যোগে মিস কর্মস্থলে ফেরার পথে তারাকান্দা উপজেলার কাকনী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হোসনেয আরা বেগম নিহত হন। তার স্বামী আতিকুর রহমান সহ পরিবারের ২জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
তারাকান্দা থানার (ওসি) টিপু সুলতান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত সিএনজি ও লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho