
প্রথম দিনের ৩৫ ওভার খেলা শেষে শুরু হয়েছিল বৃষ্টি। দিনের বাকি অংশের খেলা ভেসে যায় ভারী বর্ষণে। দ্বিতীয় এমনকি তৃতীয় দিনও তুমুল বৃষ্টিতে খেলা বন্ধ থাকে। অবশেষে চতুর্থ দিনে শুরু হয়েছে কানপুর টেস্ট।
২৭ রানের জুটিতে চতুর্থ দিন শুরু করেন মুমিনুল হক ও মুশফিকুর রহীম। তবে বেশিদূর এগোয়নি এ জুটি। ১৩ বলে ১ চারে ৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা মুশফিক আউট হয়েছেন ব্যক্তিগত সংগ্রহে পাঁচ যোগ করেই। ৪০.২ ওভারে জাসপ্রিত বুমরাহর বলে বোল্ড হওয়ার আগে ৩২ বলে ২ চারে ১১ রান করেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৯ ওভার শেষে ৪ উইকেটে ১৪৮ রান তুলেছে বাংলাদেশ।
শুক্রবার সকাল ১০টায় শুরুর কথা ছিল কানপুর টেস্ট। তবে বৃষ্টির কারণে এক ঘণ্টা বিলম্বে শুরু হয় বাংলাদেশ-ভারতের দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। তবে মাত্র ৩৫ ওভার খেলা শেষেই শুরু হয় বৃষ্টি। ততক্ষণে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১০৭ রান। এরপর আর খেলা হয়নি।
এরপর শনিবার থেমে থেমে বৃষ্টি হওয়ায় দিনের কয়েক ঘণ্টা পেরোতেই টিম হোটেলে ফিরে যান বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা। তৃতীয় দিনেও মাঠে গড়ায়নি বল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho