প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৫, ৩:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৪, ৯:১৮ পি.এম
ভূরুঙ্গামারীতে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন

সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন 'পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পে'র আওতায় ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে বিনামূল্যে পিপিআর (দ্বিতীয় ডোজ) টিকা প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে ।
আজ মঙ্গলবার (১লা অক্টোবর) সকালে ভূরুঙ্গামারী সরকারি কলেজ মাঠে ভূরুঙ্গামারী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে পিপিআর রোগের টিকা প্রদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার । একই দিনে একযোগে উপজেলার দশটি ইউনিয়নে এ টিকা প্রদানের কার্যক্রম শুরু হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, ১লা অক্টোবর থেকে উপজেলার দশটি ইউনিয়নের ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলে ২৭০ টি ভেন্যুতে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত ৭৭ হাজার ছাগল ও ভেড়াকে পিপিআর টিকা (২য় ডোজ) প্রদান করা হবে।
পিপিআর রোগে আক্রান্ত ছাগল-ভেড়ার শরীরের তাপমাত্রা হঠাৎ করে অনেক বেড়ে যায়। ছাগলের নাক, মুখ, চোখ দিয়ে প্রথমে পাতলা তরল পদার্থ বের হয়। পরবর্তীতে তা ঘন ও হলুদ বর্ণ ধারণ করে। অনেক সময় অসুস্থ প্রাণীটির মধ্যে মারাত্মক রকমের ডাইরিয়া দেখা দিতে পারে। অসুস্থ প্রাণীটির ওজন হ্রাস পায়। পিপিআর আক্রান্ত ছাগল অসুস্থ হওয়ার কয়েক দিনের মধ্যে শ্বাসকষ্ট দেখা দেয়। অসুস্থ হওয়ার ৫ থেকে ১০ দিনের মধ্যে প্রাণীটি মারা যেতে পারে। পিপিআর রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। তবে ওষুধ প্রয়োগের মাধ্যমে ২য় পর্যায়ের ব্যাকটেরিয়ার এবং পরজীবী সংক্রমণ রোধ করে মৃত্যুর হার কমিয়ে আনা যায়।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আশিকুজ্জামান বলেন, সারা বাংলাদেশ থেকে পিপিআর রোগ নির্মূল করতে ভ্যাক্সিনেশন এর কোনো বিকল্প নেই। ২০৩০ সালের মধ্যে পিপিআর রোগ নির্মূল করতে খামারিদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং তাদের পালিত ছাগল ও ভেড়া টিকে পিপিআর ভ্যাক্সিন দিতে উদ্বুদ্ধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আশিকুজ্জামান, ভেটেরিনারি সার্জন ডা. মোঃ হোসনে আরা খাতুন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোঃ এনামুল হক, সরকারি কলজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) আজিজুর রহমান স্বপন সহ ছাগল-ভেড়ার প্রান্তিক পর্যায়ের ছোট-বড় খামারীরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho