প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ২:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৪, ১০:৪৮ এ.এম
কেরানীগঞ্জে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

কেরাণীগঞ্জের রুহিতপুর ইউনিয়নের রামেরকান্দা বোর্ডিং এলাকায় একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন । রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রামের কান্দা বোর্ডিং এ বিরিয়ানির দোকানের সামনে দিয়ে একটি কাভারভ্যান ট্রাক একটি ভ্যান গাড়িকে ধাক্কা দিলে, ভ্যান গাড়িটি বিরানির দোকানের চুলার উপরে গিয়ে পড়ে । এ সময় ওই রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দোকানে আগুন লেগে যায়। এ সময় আগুনে পাশের তিন চারটি দোকানেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকান্ডের ঘটনায় এলাকাবাসীর শুরু করে দেয়।
এ সময়ও অগ্নিকাণ্ডের অন্ততপক্ষে তিনজন নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার মোঃ কাজল । তিনি বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত দমকল বাহিনীর সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে দেড় ঘন্টার মধ্যেই আগুন নিভাতে সক্ষম হয় । এলাকাবাসী জানিয়েছেন এই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্ততপক্ষে পাঁচজন আহত হয়েছে। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে । এই ঘটনার খবর পেয়ে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকান্ডের ঘটনার তদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে । আহত ও নিহতদের বিষয়ে খোঁজখবর রাখছেন কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন । কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার কাজল আরো বলেন, এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি । পরিচয় সনাক্ত করা হলে নিহতদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho