চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান উড়াল সেতুর নিচে ২ নম্বর গেট এলাকায় খুঁটির সঙ্গে দুই হাত বেঁধে গানের তালে তালে নেচে-গেয়ে শাহাদাত হোসেন (২৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার রাতে চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল আলম।
গ্রেপ্তারকৃতরা হলেন- খুলশী থানাধীন ডোবারপাড় এলাকার এমএস দুলালের ছেলে মেহেদী হাসান সাগর ও একই এলাকার নুর ইসলামের ছেলে শান্ত।
এ বিষয়ে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল আলম বলেন, মেহেদী হাসান সাগরকে খুলশী থানাধীন গরীবুল্লাহ শাহ মাজারের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে খুলশী থানাধীন জামতলা এলাকা থেকে আরেক আসামি শান্তকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শাহাদাত হোসেনকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। গত ১৩ আগস্ট আসামি মেহেদী হাসান সাগর ভুক্তভোগী শাহাদাত হোসেনকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যান। পরে তাকে অপহরণ করে ভুক্তভোগীর স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি করেছে বলে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho