
নিম্ন আয়ের ১ কোটি পরিবারের মাঝে সাশ্রয়ী দামে বিক্রির জন্য ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনছে সরকার। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মাধ্যমে বিক্রির জন্য এসব মসুর ডাল কেনা হবে। প্রতি কেজি ৯৬ টাকা ৩৯ পয়সা দরে এই ডাল কিনতে সরকারের ব্যয় হবে ৯৬ কোটি ৩৯ লাখ টাকা। সর্বনিম্ন দরদাতা চট্টগ্রামের খাতুরগঞ্জের পায়েল ট্রেডার্স ৫০ কেজি বস্তায় এই ডাল সরবরাহ করবে।
বুধবার (৯ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে মসুর ডলার কেনার প্রস্তাব অনুমোদনের জন্য উত্থাপন করা হতে পারে বলে জানা গেছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে মোট দুই লাখ ৮৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার পরিকল্পনা রয়েছে। এখন পর্যন্ত ২৩ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে সাড়া দিয়ে মোট চারটি প্রতিষ্ঠান ডাল সরবরাহ করতে ইচ্ছে প্রকাশ করে। এর মধ্যে চট্টগ্রামের পায়েল ট্রেডাস প্রতি কেজি ডাল ৯৬ টাকা ৩৯ পয়সা, ঢাকার কাওরান বাজারের শবনম ভেজিটেবিল ওয়েল লিমিটেড প্রতি কেজি ডাল ৯৬ টাকা ৪৫ পয়সা, রাজশাহীর নাবিল নাবা ফুডস ৯৬ টাকা ৮৮ পয়সা এবং গুলশানের শেখ অ্যাগ্রো প্রতি কেজি মসুর ডাল দর দেয় ৯৭ টাকা ৮৯ পয়সা।
দরপত্র মূল্যায়ন কমিটি চারটি দরপত্র বিশ্লেষণ করে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান চট্টগ্রামের খাতুনগঞ্জের পায়েল ট্রেডার্সকে ১০ হাজার মেট্রিক টন ডাল সরবরাহ করার অনুমতির দেওয়ার জন্য সুরারিশ করে। সরকারের অফিসিয়াল কস্ট এস্টিমেট অনুযায়ী প্রতি কেজি মসুর ডালের দর নির্ধারিত রয়েছে ১০৩ টাকা ৯১ পয়সা। ফলে অফিসিয়াল প্রাক্কলিত দরের চেয়ে এই প্রতিষ্ঠান সাত টাকা ১২ পয়সা কম দরে ডাল সরবরাহ করবে বলে দরপত্র মূল্যায়ন কমিটি জানায়।
এর আগে ভারত থেকে মসুর ডাল কিনতে প্রতি কেজিতে ১২৪ টাকা ব্যয় করতে হয়েছে। এখন দেশের অভ্যন্তরীণ বাজার থেকে অনেকটা কম দামে ডাল কেনা সম্ভব হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho