
কিশোরগঞ্জের অষ্টগ্রামে শিয়ালের কামড়ে কৃষক ও পথচারীসহ ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পূর্ব অষ্টগ্রাম ও সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টগ্রাম সদর ইউনিয়নের বর্ধমান, রংপুরহাট, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের পুকুর ও পরাশরপাড়াসহ বিভিন্ন গ্রামে কয়েক ঘণ্টার ব্যবধানে নারী, পুরুষ ও শিশুসহ ৩০ জনকে অতর্কিতভাবে কামড়ে আহত করা হয়। আহতদেরর চিৎকারে স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
গুরুতর আহতরা হলেন- সুজন মিয়া (৩০), সোহেল (২৫), তানিশা (৯) এবং ফুল বান (৬০)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রাত ৯টা পর্যন্ত ২০ জন আহতের নাম রেজিস্ট্রি করা হয়েছে। চারজনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের ভাষ্য, আরও ৮ থেকে ১০ জন পল্লী চিকিৎসকদের চিকিৎসা নিয়েছেন।
পূর্ব অষ্টগ্রাম কবিরখান্দান গ্রামে সাদেক বাচ্চু বলেন, আজ সন্ধ্যায় হঠাৎ করে আমার বাড়ি পাশে তিনজন মহিলাসহ চারজনকে শিয়ালে কামড়িয়ে আহত করেছে।
চিকিৎসক ওয়াহিদুল ইসলাম খান বলেন, হাসপাতালে যেসকল রোগী এসেছে তাদের ভেকসিনসহ চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho