
যশোর সদর উপজেলার চাচড়া গোয়ালদাহ গ্রামে নুর নাজমা (৩০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে তার প্রাক্তন স্বামী। শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৪ টার দিকে উপজেলার গোয়ালদাহ পিকুলের ইটভাটার পাশে তাকে হত্যা করা হয়।
নুর নাজমা গোয়ালদাহ মিয়া পাড়ার মশিয়ার রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে সালাউদ্দিনের (৪১) সঙ্গে বিয়ে হয় নুর নাজমার । মাত্র চারমাস আগে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্কের অবনতি ঘটে। নুর নাজমা তার স্বামী সালাউদ্দিনকে তালাক দিয়ে দেন। সালাউদ্দিন মূলত ভবঘুরে ধরনের। তালাক প্রাপ্ত হওয়ার পর সে ক্ষিপ্ত হয়ে উঠে। আজ শুক্রবার সকালের দিকে সালাউদ্দিন তার প্রাক্তন স্ত্রী নুর নাজমার বাড়িতে যান এবং গালিগালাজ করেন। বিকেল ৪ টার দিকে নুর নাজমা তার পালিত গরু দেখার জন্য স্থানীয় পিকুলের ইটভাটার পাশে যান। সেখানে আগেই লুকিয়ে ছিলেন সালাউদ্দিন। তিনি একটি ধারালো অস্ত্র দিয়ে নুর নাজমাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যান। এরপর নাজমাকে সেখানে পড়ে থাকতে দেখেন একই এলাকার রুস্তম আলীর মেয়ে শীলা। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নাজমাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে যশোর ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান ও যশোর কোতোয়ালি থানার ওসি মো. আব্দুর রাজ্জাকসহ উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ হত্যাকারীকে আটকের জন্য অভিযান চালাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho