প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ১০:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৪, ৯:৩৮ এ.এম
বিবৃতি দিয়ে প্রকাশ্যে আসলো জবি ছাত্রশিবির

ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর এবার প্রকাশ্যে এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। একটি জাতীয় দৈনিকের সংবাদ প্রকাশের পর সেটা ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ জানানোর মাধ্যমে তারা প্রকাশ্যে এসেছে।
আজ শুক্রবার (১১ অক্টোবর) 'ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়' নামে একটি ফেসবুক পেজে 'দৈনিক সংবাদ পত্রিকায় মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে বিবৃতি' শিরোনামে একটি বিবৃতি দেয় সংগঠনটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হলেন মো. ইকবাল হোসেন। তিনি গণিত বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সেক্রেটারি হলেন ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আসাদুল ইসলাম। প্রচার সম্পাদক হলেন রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইব্রাহীম আলী।
শিবিরের প্রচার সম্পাদক জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথিত সাংবাদিক ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা নিউজ করেছে। ছাত্রলীগের সাথে সম্পৃক্ত হয়ে সাধারণ ছাত্রদের শিবির ট্যাগ দেয়া হয়েছে সেটি একটি চরম মিথ্যাচার। আমরা এসকল মিথ্যাচারের তীব্র নিন্দা জানাই।
শাখা শিবিরের সেক্রেটারি মো. আসাদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ছাত্রশিবিরকে নানা ধরনের ট্যাগ-অপবাদ দিয়ে আসছে। তার মধ্যেও ছাত্রশিবির কাজ কখনোই থেমে ছিলনা। ছাত্রশিবির অতীতে ছিল, এখনও আছে। ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
এদিকে পূর্ণাঙ্গ কমিটি কবে আসবে জানতে চাইলে জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ইকবাল হোসেন বলেন, এই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, পরবর্তীতে জানানো হবে।
জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনসমূহ শিবির চালায় দাবি করে ‘দৈনিক সংবাদ’ পত্রিকায় তানজীদ মাহমুদ গত ১০ অক্টোবর একটি সংবাদ প্রকাশ করে। এ ঘটনায় জবি ছাত্র শিবির ছাড়াও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির ১৬ টি সংগঠন।
নিজ নিজ প্যাডে পৃথকভাবে প্রতিবাদ জানানো সংগঠনগুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, জবি আবৃত্তি সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড অ্যাসোসিয়েশন, জবি রোভার স্কাউট গ্রুপ, বিএনসিসি, জবি ফটোগ্রাফিক সোসাইটি, জবি মাইম সোসাইটি, জবি রঙ্গভূমি, ফ্লিম ক্লাব, চলচ্চিত্র সংসদ, জবি আইটি সোসাইটি, হিউম্যান রাইটস সোসাইটি,জবি সংস্কার আন্দোলন, বাঁধন, জবি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। শিবিরের সঙ্গে এসব সংগঠনের সংশ্লিষ্টতা নেই এবং সংবাদে অপব্যাখ্যা দেওয়া হয়েছে দাবি করেন নেতৃবৃন্দ। ##
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho