
উত্তর মুম্বাইয়ে সর্বজনীন দুর্গাপূজা ‘মুখার্জিদের পুজো’ হয়ে গেছে। এই পূজায় ষষ্ঠীর দিন ভিড় জমাতে শুরু করেন সাধারণ দর্শনার্থী থেকে তারকারা। পূজার প্রথম দিন থেকে দশমী পর্যন্ত যারা সর্বক্ষণ মণ্ডপে থেকে নিজের হাতে খাবার পরিবেশন করেন।
তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী কাজল, রানি মুখার্জি, শ্রাবণী মুখার্জিসহ তারকা মহলের অনেকেই। সপ্তমীদের দিন পরিবারের সদস্যদের নিয়ে প্রায় সারা দিন পূজামণ্ডপে বিভিন্ন কাজ করেছেন কাজল।
কখনও আগত অতিথিদের সঙ্গে খোশগল্পে মেতেছেন। সব কিছুই করেছেন হাসিমুখে কিন্তু, খাবার পরিবেশন করতে গিয়ে আচমকাই রেগে গেলেন তিনি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে।
যেখানে দেখা যায় কাজল এক মহিলার উদ্দেশে বলছেন, ‘সরে যান, পিছনে যারা অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তাদের দিতে দিন।’ অপর এক মহিলা যখন জানান তিনি সবে এসেছেন, তখন কাজল বলেন, ‘মিথ্যা কথা বলা ঠিক না।’
উল্লেখ্য, ধুমধাম করে কাজলের বাড়িতে পালন হয় দুর্গাপূজা উৎসব। দীর্ঘদিন চলে প্রস্তুতি। দেদার পাতপেড়ে খাওয়া-দাওয়া হয়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। এদিন এ ঘটনার পর কাজলকে হেসে ফেলতেও দেখা যায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho