
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট মাত্র ২৯ বছরে ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু মাতৃত্ব তার ক্যারিয়ারে প্রভাব ফেলে নি। বরং অন্তঃসত্ত্বা অবস্থাতেই হলিউডের অ্যাকশন ছবির শ্যুটিং সেরেছেন তিনি; মা হওয়ার মাস কয়েকের মধ্যেই ফিরেছেন ছবির সেটে।
সম্প্রতি আলিয়া ভাট তার ব্যক্তিগত এবং পেশাগত উভয় দিক থেকেই তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অকপট কথা বলেছেন।
আইএমডিবির আইকনস অনলি সেগমেন্টের এক সাক্ষাৎকারে ‘আরও বাচ্চা’ নেওয়ার ইচ্ছার কথা জানান আলিয়া ভাট। এও জানান, তার অভিনীত ছবিতে মেয়ে রাহাকে দেখাতে চান তিনি।
আলিয়াকে প্রশ্ন করা হয়েছিল, বড় হয়ে রাহাকে আপনার কোন সিনেমা তিনি দেখতে চান? উত্তরে আলিয়া বলেন, ‘সম্ভবত 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবিতেই; কারণ এটি সবচেয়ে কনিষ্ঠ, সবচেয়ে শীতল চলচ্চিত্র যা বাচ্চারা দেখতে পারে।
আলিয়াকে তার ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বলেন, ‘আশা করছি শুধু অভিনেত্রী হিসেবে নয়, প্রযোজক হিসেবেও আরও অনেক সিনেমা করতে পারব।’ ব্যক্তিগত জীবন নিয়ে আলিয়া বলেন, ‘আরও বাচ্চা, প্রচুর ভ্রমণ এবং কেবল একটি স্বাস্থ্যকর, সুখী, সহজ, শান্ত, শান্তিপূর্ণ, প্রকৃতির পরিপূর্ণ জীবন চাই।
উল্লেখ্য, বছর কয়েক প্রেমের পর ২০২২ সালের এপ্রিলে অভিনেতা রণবীর কাপুরকে বিয়ে করেন আলিয়া ভাট। একই বছরের নভেম্বরে তাদের মেয়ে রাহার জন্ম হয়।
এদিকে শুক্রবারই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আলিয়ার নতুন ছবি ‘জিগরা’। ভাসান বালা পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া ও বেদাং রায়না। দিদি ও ভাইয়ের সম্পর্কের আবর্তে তৈরি এই ছবি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho