
বাল্যকাল পেরিয়ে মাত্র কৈশোরে পা রেখেছেন মনন রেজা নীড়। চলতি বছরের জুলাইয়ে মাত্র ১৪ বছর বয়সে নীড় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন জাতীয় দাবা প্রতিযোগিতায়। যদিও বাংলাদেশের জাতীয় দাবায় সবচেয়ে কম বয়সে শিরোপা জয়ের রেকর্ডটা রয়েছে নিয়াজ মোর্শেদের দখলে। উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ ১৩ বছর বয়সেই পেয়েছিলেন জাতীয় দাবায় শিরোপার স্বাদ।
জাতীয় দাবায় নিয়াজের রেকর্ড ভাঙতে পারেননি নীড়; কিন্তু আন্তর্জাতিক মাস্টার হওয়ার দৌড়ে তিনি ছাড়িয়ে গেছেন নিয়াজকে। নীড়ের জন্ম ২০১০ সালের ১৮ জুন। বর্তমানে তার বয়স ১৪ বছর ৩ মাস। তিনি অর্জন করেছেন আন্তর্জাতিক মাস্টারের খেতাব। নিয়াজ আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন ১৫ বছর ৫ মাস বয়সে। নিয়াজের জন্ম ১৯৬৬ সালের ১৩ মে। শারজায় ১৯৮১ সালের ১৩ অক্টোবর এশিয়ান জোনাল খেলে নিয়াজ আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন।
নিয়াজের রেকর্ড ভেঙে বাংলাদেশের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে ‘আন্তর্জাতিক মাস্টার’-এর স্বীকৃতি পেয়েছেন নীড়। আন্তর্জাতিক মাস্টার হতে সাধারণত ২৪০০ রেটিং ও তিনটি নর্ম দরকার। মননের রেটিং বর্তমানে ২৪০০-এর বেশি। বাংলাদেশের চ্যাম্পিয়ন হিসেবে নীড় অংশ নিয়েছিলেন হাঙ্গেরির বিশ্ব দাবা প্রতিযোগিতায়। পরবর্তীতে হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার দাবায় শিরোপা জিতেছেন। আসরের অষ্টম রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার পান্ডা সুমিতের বিপক্ষে জয় পেয়েছেন নীড়। তাতেই ৮ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া নীড়ের আন্তর্জাতিক নর্ম পাওয়ার শর্ত পূরণ হয়ে যায়। মনন ছাড়া বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টাররা হলেন- জিল্লুর রহমান, আবু সুফিয়ান, মিনহাজ উদ্দিন ও ফাহাদ রহমান। আর পাঁচ গ্র্যান্ডমাস্টার হলেন- নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হেসেন রাজিব।
চলতি বছরেই জাতীয় দাবায় খেলার মধ্যে আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়েন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। নীড়ের উঠে আসার পেছনে ভূমিকা আছে জিয়ার। তার কাছেই দাবার অনুশীলন করেছেন তিনি। জিয়াকে তাই ‘স্যার’ ডাকতেন নীড়। জাতীয় চ্যাম্পিয়ন হয়ে নীড় শিরোপা উৎসর্গ করেছিলেন জিয়াকে। ১৯৮৮ সালে জিয়াও মাত্র ১৪ বছর বয়েসেই জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন। দাবা নিয়ে বড় স্বপ্ন দেখা নীড় জানান, ‘আমার মূল লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। যেটি কঠিন কিন্তু অসম্ভব নয়। আমার পরের টার্গেট দুই বছরের মধ্যে দেশের ষষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়া।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho