প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ৬:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৪, ৪:২৫ পি.এম
ক্ষেতলালে তিলাওয়াত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত

জয়পুরহাটের ক্ষেতলালে স্বেচ্ছাসেবী সংগঠন "তরুণ মানব কল্যাণ সংস্থার" আয়োজনে পবিত্র কুরআন তিলাওয়াত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১২ (অক্টোবর) শনিবার সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তরুণ মানব কল্যান সংস্থার সভাপতি শাহিনুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম।
তরুণ মানব কল্যান সংস্থার উপদেষ্টা এস.এম. কায়কোবাদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা, উপজেলা ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম, জয়পুরহাট ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার এরশাদুল আলম, ক্ষেতলাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও প্রভাষক নাফেউল হাদী মিঠু, পৌর জামায়াতে ইসলামের সভাপতি খোরশেদ আলম প্রমুখ।
উল্লেখ্য, তিলাওয়াত ও আযান প্রতিযোগিতা "ক", "খ", ও "গ" তিনটি গ্রুপে অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের বিজয়ী নির্ধারণ করা হয়। প্রতিযোগিতায় বিচারক মণ্ডলী হিসেবে দায়িত্বে ছিলেন, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা সরোয়ার হোসাইন, ক্ষেতলাল খোশবদন জিইউ আলিম মাদ্রাসার আরবি প্রভাষক আব্দুল জলিল, উপজেলা পরিষদ মসজিদের ইমাম রুহুল আমিন প্রমুখ।
দুই ক্যাটাগরির এই প্রতিযোগিতা শেষে ১৮ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন বিশেষ অতিথি, বিচারক ও গণ্যমান্য ব্যক্তিরা।
এসময় উপস্থিত ছিলেন, তরুণ মানব কল্যান সংস্থার সাধারণ সম্পাদক নূর ইসলাম, প্রভাষক আনোয়ারুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নয়ন আলী মন্ডল, মাদ্রাসা শিক্ষক আঃ মোমিন, জামায়াত নেতা আব্দুল করিমসহ তরুণ মানব কল্যান সংস্থার বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সাধারণ জনতা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho