প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৫, ৩:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৪, ১:১১ পি.এম
তাড়াশে পূজা মণ্ডপ পরিদর্শন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তাড়াশের বারোয়ারি বটতলা সর্বজনীন দুর্গা মন্দির ও রাধা গোবিন্দ কেন্দ্রীয় দুর্গা মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করেছেন শনিবার (১২-১০-২০২৪ রাত দশটায়) সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
এ সময বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তোফাজ্জল হোসেন,পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন ,র্যাব ১২ উপ অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক ,বাংলাদেশ সেনাবাহিনী সিরাজগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হাসান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরমান হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটুস লরেন্স চিরান, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা, সহকারী কমিশনার ভূমি খালিদ হাসান, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের যুগ্ন পরিচালক আব্দুল্লাহ আল মামুন,উপজেলা বিএনপির সভাপতি আফসার আলী, উপজেলা জামায়াতের আমীর খ,ম, সাকলাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন সম্পাদক তপন গোস্বামী, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার,তাড়াশ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক গোপাল চন্দ্র ঘোষসহ আরো অনেক।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, শারদীয় দুর্গোৎসব সুন্দর ভাবে সমাপ্ত হবে আশা করি। পূজারীরা যাতে নির্বিঘ্নে পূজা করতে পারে সেজন্য পূজা মন্ডপকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করেছেন আনসার,পুলিশ,সেনাবাহিনী, র্যাবসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho