প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৩:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৪, ৯:৫২ পি.এম
এমপি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ঢাবির সাবেক ছাত্রনেতা আব্বাস আলী

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) জয়পুরহাট-২ আসনের এমপি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সদস্য জেলার ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের সন্তান আব্বাস আলী।
১৩ই (আগস্ট) রবিবার বিকেলে ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন বিএনপির দলীয় কর্যালয়ে মতবিনিময়সভা শেষে এ ঘোষণা দেন তিনি।
এসময় তিনি বলেন, দুঃসময়ে আমরা যারা রাজপথে রক্তাক্ত হয়ে লড়াই সংগ্রাম করে দলের হালধরে রেখেছিলাম তাদের মূল্যায়নের সময় এসেছে। আমাদের প্রিয় নেতা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান দীর্ঘদিন ধরে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে। তিনি দেশের মানুষের আস্থা ভালবাসা অর্জন করে দেশের সর্বোচ্চ জনপ্রিয়তা অর্জন করেছে। আমার দৃঢ় বিশ্বাস কালাই, ক্ষেতলাল, আক্কেলপুরের গণমানুষের ভাগ্যের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে এ আসনে ধানের শীষ প্রতীকে এমপি নির্বাচনে মনোনীত করবে।
তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশনা মোতাবেক দলীয় বিভাজন ভুলে দলকে সুসংগঠিত করে গণমানুষের পাশে দাড়াতে হবে। দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করে জনগণের জানমালের নিরাপত্তা দিতে দলীয় নেতাকর্মীদের অগ্রণী ভুমিকা রাখতে হবে। দলীয় শৃঙ্খলা ও আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, ক্ষেতলাল পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান, সাবেক ছাত্রনেতা জামিউল ইসলাম, আক্কেলপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক লিটন, যুবনেতা, আতাউর রহমান, পৌর বিএনপি নেতা ডি এম জাকির হোসেন, বড়াইল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আইজুল মেম্বার, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সানোয়ার কাজী, ইউনিয়ন বিএনপি নেতা রফিকুল ইসলাম, উদয়পুর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল ওহাব, মাহাবুব হোসেন, বায়েজিদ মন্ডল, আশরাফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রুবেল সহ তিন উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলের নেতা কর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho