প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৩:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৪, ১২:০০ পি.এম
রাণীশংকৈলে নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর ভাসমান লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুলিক নদী থেকে ভাসমান অবস্থায় রেজিয়া (৭০) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার ৫ নং বাচোর ইউনিয়নের বাজে বাকসা নামক এলাকা সংলগ্ন কুলিক নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রেজিয়া বেগম উপজেলার সন্ধারই সাতঘরিয়া নামক এলাকার মৃত আব্দুল সামাদের স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবার সুত্রে জানা গেছে।
সোমবার সকালে জেলেরা নদীতে মাছ ধরতে গিয়ে ওই নারীর ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাটি জানার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরিবার ও স্থানীয় বরাতে থানা পুলিশ জানায়, নিহতের তিন ছেলে, মেয়ে নেই। কয়েক বছর আগে বড় ছেলে বৈদ্যুতিক শক খেয়ে মৃত্যু বরণ করলে তাদের মা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। পড়ে অনেক চিকিৎসা করা সত্ত্বেও ভালো করাতে পারেনি। যখন তখন কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়।
নিহতের ছেলে আফতারুল ইসলাম জানান,গতকাল সন্ধ্যায় কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় আমার মা। আমরা অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। যখন শুনি সকালে নদীতে এক নারীর লাশ পাওয়া গেছে সাথে সাথেই ছুটে এসে দেখি আমার মা।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম জানান, নদী থেকে মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho