প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ১০:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৪, ৩:২১ পি.এম
বকশীগঞ্জে নাশকতা মামলায় আ. লীগ নেতা কারাগারে

জামালপুরের বকশীগঞ্জে নাশকতা মামলায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৫) অক্টোবর দিবাগত রাতে উপজেলার বগারচর ইউনিয়নের আলীরপাড়া নিজ বাড়ি থেকে গ্রেফতার করে জামালপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত হলেন, জামালপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য গাজী আমানুজ্জামান । এর আগে ২ অক্টোবর ৬ জন আওয়ামীলীগ নেতাকর্মীকে গ্রেফতার করে জামালপুর কোর্ট পাঠানো হয়।
জানা যায়, ২ অক্টোবরে আনিসুজ্জামান বাদি হয়ে ১৩৯ নাম উল্লেখ করে নাশকতা মামলা দায়ের করেছেন । এতে অজ্ঞাত আসামি করা হয়েছে ২ থেকে ৩ শত জনকে। এছাড়াও গাজী আমানুজ্জামান নামে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। মামলায় উল্লেখযোগ্য আসামীরা হলেম বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগম,সহসভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাজন মিয়া প্রমূখ।
এছাড়াও এক ওয়ারেন্টের আসামি গ্রেফতার করে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে। বকশিগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহম্মেদ জানান অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে তার মধ্যে একজন বকশীগঞ্জ নাশকতা মামলার অন্যজন ওয়ারেন্টভুক্ত আসামী। ১৩৯ নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০/৩০০ জনের এই মামলায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান রিমান্ডের আবেদন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho