
যশোর কালেক্টরেট চত্বরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া ও সাদা ছড়ি দিবসের কর্মসছি পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এ সময় জেলা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন কর্মচারী, এনজিওর প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন। এরআগে যশোর জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো.জাহিদ পারভেজ সকলের সামনে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করেন। দিবস দুটির গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এ সময় প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌরসভা যশোরের প্রশাসক রফিকুল ইসলাম ও এনজিও সমন্বয়ক শাহাজান নান্নুসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho