
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় শার্শায় ও যশোর শহরের রেলগেট এলাকায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক ভানচালক ও এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (১৬ অক্টোবর) সকালে শার্শা উপজেলার বাগআচড়া সাতমাইল তেঁতুলতলা নামক স্থানে ও দুপুরে শহরের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,আজ (বুধবার) সকালে যশোরের শার্শার বাগআচড়া সাতমাইল তেঁতুলতলা নামক স্থানে ট্রাকের চাপায় ভ্যানচালক হোসেন আলী (৩৫) নিহত হয়েছেন। তিনি শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল তেতুলতলা কলোনি গ্রামের সোলায়মান হোসেনের ছেলে।
অপরদিকে আজ (বুধবার) দুপুর ১টার দিকে শহরের রেলগেট এলাকায় পিছন থেকে চলন্ত রিকশাকে ধাক্কা দেয় ইজিবাইক। এ সময় রিকশাচালক মুসা রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা খায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ২ টার দিকে তার মৃত্যু হয়।
নিহত রিকশা চালক মুসা হোসেন মনিরামপুর উপজেলার জয়রামপুর গ্রামের জয়নাল সরদারের ছেলে।
যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho