
বিয়ের ১২ বছর পর মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। আগে থেকে কোনো ঘোষণা না দিয়ে একেবারে বেবিবাম্পের ছবি শেয়ার করে ভক্তদের অভিনেত্রী জানালেন, সন্তান জন্ম দিতে চলেছেন তিনি।
যুক্তরাজ্যের লন্ডনে শুরু হয়েছে ‘বিএফএল লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪’। এতে প্রদর্শিত হয় রাধিকা অভিনীত সিনেমা ‘সিস্টার মিডনাইট’। মূলত এ আসরে অন্তঃসত্ত্বা অভিনেত্রী উপস্থিত হয়ে রীতিমতো সবাইকে চমকে দেন। কারণ, মা হতে যাওয়ার খবরটি এতদিন গোপন রেখেছিলেন তিনি।
এ মঞ্চে তোলা নিজের একটি ছবি তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন রাধিকা। ওই ছবিতে দেখা যায়, কালো রঙের ইভনিং গাউন পরে রয়েছেন তিনি। স্পষ্ট হয়েছে তার বেবি বাম্প। এদিকে বেবি বাম্পের ছবি প্রকাশের পর থেকে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন রাধিকা।
লন্ডনে নাচ শিখতে গিয়ে ২০১১ সালে ব্রিটেনের জনপ্রিয় সঙ্গীত পরিচালক বেনেডিক্ট টেলরের সঙ্গে পরিচয় হয় রাধিকার। পরে ২০১২ সালে টেলরকে বিয়ে করেন অভিনেত্রী। এরপর কেটে গেছে দীর্ঘ ১২ বছর। অবশেষে এ দম্পতির সংসার আলো করে আসছে নতুন অতিথি।
প্রসঙ্গত, খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে রাধিকা অভিনীত দুটি ইংরেজি সিনেমা ‘সিস্টর মিডনাইট’ও ‘লাস্ট ডে’। এই দুটি সিনেমার প্রচারেই এই মুহূর্তে লন্ডনে রয়েছেন রাধিকা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho