প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৫, ১০:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৪, ৯:৩৭ এ.এম
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে বাঁচাতে মাঠের বিকল্প নেই :লে.কর্ণেল মেহেদী হাসান

বিয়ানীবাজার ব্যাটালিয়ন-৫২ বিজিবি'র অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান, পিপিএম বলেছেন- খেলাধুলাই পারে যুবসমাজকে মাদকসহ সকল অপরাধ মূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে।
আজকের যুবসমাজ হলো ভবিষ্যৎ বাংলাদেশের রুপকার। এই যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, উদ্দোমী এবং এ বিষয়ে উৎসাহ প্রদান করা আমাদের সকলের দায়িত্ব। বিজিবি সীমান্ত এলাকায় আস্থার প্রতীক হয়ে কাজ করার পাশাপাশি সকল সামাজিক কর্মকান্ডে জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
শুক্রবার (১৮ই অক্টোবর) বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ঐতিহ্যবাহী রত্না খেলার মাঠে প্রভাতী ক্রীড়া চক্র রত্না’র আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রীতি ম্যাচে প্রজাতি ক্রীড়া চক্র রত্না'কে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ট্রাইব্রেকারে হারিয়ে জয়লাভ করে আলী ফুটবল একাডেমি, সিরাজগঞ্জ।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রভাতী ক্রীড়া চক্র রত্না’র প্রতিষ্ঠাতা সভাপতি পর্তুগাল প্রবাসী মাহবুব হাসান সাচ্ছু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন,৫২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান, পিপিএম।
রত্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল আজিজ, ইউপি সদস্য কামরুল ইসলাম, সমাজসেবক শাহীন আহমেদ রুবেল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদুল ইসলাম প্রিন্স, ডাঃ নজরুল ইসলাম নয়ন, আব্দুল হেকিম ইমন, সমাজসেবক রুবেল আহমেদ, আব্দুর রব, রত্না প্রভাতী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক সুমন রায় শিশু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho