প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৫, ৫:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৪, ৮:৪৩ পি.এম
ভেক্টর ক্লাসিকের ১২ টি বাস আটক করেছে জবি শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর ফেইসবুকে আইডিতে ভেক্টর ক্লাসিকের পরিবহনের বিরুদ্ধে যৌন হয়রানি পোস্ট এবং স্ট্যামর্ফোড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেওয়ার ফেইসবুকে পোস্টর ভিত্তিতে ভেক্টর ক্লাসিকের ১২ টি বাস আটক করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।
শনিবার (১৯ অক্টোবর) প্রক্টর বরাবর বিশ্ববিদ্যালয়ের ১৫ তম ব্যাচের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী ইসনাইন জান্নাত ইসার হয়রানির বিচার চেয়ে অভিযোগর ভিত্তিতে ভেক্টর ক্লাসিকের বাস মালিকদের সাথে বসে বিশ্ববিদ্যালয়ের প্রসাশন।
অভিযোগ দেওয়া শিক্ষার্থী ইসনাইন জান্নাত ইশা বলেন, গত ১৪ ই অক্টোবর নতুনবাজার থেকে সদর ঘাট উঠার জন্য ভেক্টর ক্লাসিক বাসে উঠি আমার ছোট বোন সহ। আমি সম্পূর্ণ ভাড়া প্রদান করলেও গুলিস্তান এসে বলে বাস সদর ঘাট যাবে না। পরবর্তী তে গুলিস্তান থেকে সদর ঘাট আসার ভাড়ার টাকা চাইলে বাসের হেল্পার আমাকে হেনস্তা করা শুরু দেয়। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিলে, হেল্পার বলে ভাড়া ফেরত দিব না। কি করতে পারো করো সহ বিভিন্ন হেনস্তামূলক কথা বলে। তিনি আরো বলেন গতকাল যৌন হয়রানির একটি পোস্ট দেখে আমরা সাথে ঘটে যাওয়ার ঘটনা শেয়ার করি। এবং আজকে এসে অভিযোগ করেছি।
ঘটনার বিষয়ে ভেক্টর ক্লাসিকের মালিক পক্ষ থেকে আসা মোহাম্মদ দুলাল, শাহ আলম গোপালসহ অনেকই আসেন। তাদের কে ঘটনার বিষয়ে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এবং প্রক্টর বরাবর তিন দিনের সময় নিয়ে একটি মুচলেকা দেন।
এই বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজ্জামুল হক বলেন, মালিক পক্ষের সাথে আমরা কথা বলেছি। এবং তাদের কে তিন দিনের সময় দেওয়া হয়েছে । এর ভেতরের তাঁরা ঐ অভিযুক্ত হেল্পার কে হাজির না করলে ভেক্টর ক্লাসিকের সকল বাস বন্ধ করে দেওয়া হবে। এবং ঐ হেল্পার কে প্রশাসনিক ভাবে আইনের আওতায় এনে বিচার করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho