
ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক ছাত্র-জনতা হত্যা মামলার আসামি জাকির হোসেন ওরফে মামা জাকিরকে (৪৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ তানভীর মোর্শেদ।
এর আগে গতকাল শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃত জাকির হোসেন সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের কথিত ভাগনে এবং ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। রাজিবের সমস্ত ব্যবসা ও সম্পদ দেখভালের দায়িত্ব ছিল এই জাকিরের কাছে। গত ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাবার পরপরই আত্মগোপনে চলে যান জাকির। এরপর তার বিরুদ্ধে অন্তত ৮টি হত্যা মামলা দায়ের হলে তাকে গ্রেপ্তারে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ তানভীর মোরর্শেদ বলেন, গোয়েন্দা পুলিশ জাকিরকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আজ তাকে থানা থেকে আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho