
আইনি বিপাকে পড়েছেন হিন্দি টেলিভিশনের ‘ক্যুইন’ খ্যাত একতা কাপুর। ওয়েব সিরিজে নাবালিকাদের দিয়ে অন্তরঙ্গ দৃশ্যে শুটিং করার অভিযোগ এনে পকসো আইনে মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে।
ওয়েব সিরিজের দৃশ্য নিয়েই মূলত বিপত্তি বেঁধেছে। ‘গন্দি বাত’ নামক সিরিজে নাকি কয়েকটি অশ্লীল দৃশ্য রয়েছে। অভিযোগ―সিরিজটির ষষ্ঠ মৌসুমে কুরুচিভাবে দেখানো হয়েছে নাবালিকাদের। স্কুলের পোশাকে নাবালিকারা কীভাবে যৌনকর্ম ও মাদকসেবনে লিপ্ত হয়েছে, সেসব নিয়ে আপত্তি তোলা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী গুরুতর অভিযোগ হচ্ছে, সিরিজটিতে যারা সেসব দৃশ্যে অভিনয় করেছেন, তারা কেউই প্রাপ্তবয়স্ক নয়। অর্থাৎ ১৮ বছরের নিচে সবাই। আর নাবালিকা শিল্পীদের কুরুচিকর দৃশ্যে ব্যবহার করার অভিযোগ এনে বলিউডে প্রযোজক ও নির্মাতা একতা কাপুর এবং তার মা শোভা কাপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন এক যোগগুরু।
সিরিজটি প্রচার হয় ২০২১ সালে। বিতর্কের সূত্রপাত শুরু হতেই বন্ধ করে দেয়া হয় তা। তবে এতেও নিস্তার মিলেনি। পকসো আইনের ১৩ এবং ১৫ ধারায় মামলা করা হয়েছে।
পাশাপাশি তথ্য-প্রযুক্তি প্রতিরোধ আইনের ধারা ৬৭(এ), নারী নিষেধাজ্ঞা আইনের ২৯২ ও ২৯৩ এবং ২৯৫(এ) ধারায় মামলা হয়। মুম্বাইয়ের বোরিভিলি থানায় ‘অল্ট বালাজী’র বিরুদ্ধে এফআইআর দায়ের করেন যোগগুরু স্বপ্নীল রেওয়াজী।
উল্লেখ্য, ‘অল্ট বালাজী’ মূলত একতা কাপুর ও তার মায়ের মালিকানাধীন একটি ওটিটি প্ল্যাটফর্ম। তাতে কেবলই প্রাপ্তবয়স্ক সিরিজের ছড়াছড়ি। এবার সিরিজে অপ্রাপ্তবয়স্কদের অন্তরঙ্গ দৃশ্যে ব্যবহার করাতেই ফেঁসে গেলেন প্রভাবশালী এই প্রযোজক।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho