প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ৩:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৪, ৮:৫৪ পি.এম
রাউজানে ইভটিজিং ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন কারাগারে

চট্টগ্রামের রাউজানে দণ্ডপ্রাপ্ত দুই আসামীসহ চার আসামীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
রাউজান থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে জেলা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী মো. মোরশেদুল আলম (৪৮) ও পরোয়ানাভুক্ত আসামী মো. রফিক (৫২) কে গ্রপ্তার করা হয়।
মোরশেদ রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের মধ্যম কদলপুরম গ্রামের মৃত হাজী জাহির মিয়ার ছেলে এবং রফিক চিকদাইর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মৃত আবদুল ওহাবের ছেলে।
এর আগে বুধবার (২৩ অক্টোবর) বিকাল পৌনে ৩টায় রাউজানে দুই বখাটের ইভটিজিংয়ে সিএনজি চালিত অটোরিকশা থেকে লাফ দিয়ে আহত হয়েছে এক স্কুলছাত্রী। উপজেলার পাহাড়তলী ইউনিয়নস্থ বদুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুইজনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করে। দণ্ডপ্রাপ্ত দুই বখাটে হলেন রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব সরফভাটা গ্রামের খায়ের আহমেদের ছেলে আবু ছালেক (৩২) ও একই এলাকার বদিউল আলমের ছেলে মো. ইয়াছিন (১৮)।
স্থানীয় সূত্র মতে, বুধবার বিকাল পৌনে ৩টার দিকে স্কুল ছুটি শেষে সিএনজি চালিত অটোরিকশায় উঠে কুয়েশস্থ বাড়ি ফিরছিলেন এক স্কুল ছাত্রী। ওই অটোরিকশায় আরও এক শিক্ষক থাকলেও তিনি নেমে যাওয়ার পর অটোরিকশাটি রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নস্থ বদুপাড়া এলাকা অতিক্রম করার সময় ইয়াছিন নামে এক বখাটে ওই শিক্ষার্থীর গায়ে হাত দেয়। ওই ছাত্রী সিএনজি অটোরিকশা থেকে লাফ দিয়ে সড়কের পাশে পড়ে যায়। পরে স্থানীয়রা গাড়িটি আটক করে দুইজনকে গণপিটুনী দিয়ে পুলিশকে খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে দুই বখাটে তাদের দোষ স্বীকার করলে দুইজনকে ৭দিনের কারাদণ্ড প্রদান করে। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তিনি বলেন, স্কুলছাত্রী গাড়ি থেকে লাফ দেওয়ার পর স্থানীয়দের সন্দেহ হয়। তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই বখাটেকে আটক করে। ইভটিজিং এর দায়ে দুইজনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, ইভটিজিং এর দায়ে কারাদণ্ডপ্রাপ্ত দুইজনসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho