
বিশ্বের পাঁচ ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে গ্লোবাল সুপার লীগ নামে নতুন টুর্নামেন্ট আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। যেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। আর প্রতিযোগিতাটিতে রংপুরের জার্সিতে খেলবেন সাকিব আল হাসান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত গার্মেন্টসকর্মী হত্যা মামলার আসামী করা হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে। যে কারণে বিদায়ী টেস্ট খেলতে দেশে ফিরতে পারেননি টাইগার ক্রিকেটার। গ্লোবার সুপার লীগ বিদেশের মাটিতে হওয়ায় তাই রংপুরের হয়ে খেলতে কোনো বাধা নেই সাকিবের।
রংপুর ছাড়া টুর্নামেন্টটিতে অংশ নেবে স্বাগতিক ক্যারিবীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের দল হ্যাম্পশায়ার হকস ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট দল।
গ্লোবাল সুপার লীগে প্রথম রাউন্ডে প্রতিটি দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। ইতোমধ্যে টুর্নামেন্টের সূচিও প্রকাশিত হয়েছে। আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে প্রতিযোগিতাটির। পরদিনই মাঠে নামছে রংপুর। প্রথম ম্যাচে রাইডারদের প্রতিপক্ষ হ্যাম্পশায়ার হকস।
নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১ ডিসেম্বর ভিক্টোরিয়ার মুখোমুখি হবে রংপুর। ৪ ও ৫ ডিসেম্বর রংপুর খেলবে যথাক্রমে গায়ানা এবং লাহোরের বিপক্ষে। গায়ানা সরকারের পরিকল্পনায় শুরু হতে যাওয়া গ্লোবার সুপার লিগের সব ম্যাচই হবে গায়ানা প্রভিডেন্স স্টেডিয়ামে। পাঁচ দলের মধ্য থেকে চার দল যাবে সেমিফাইনালে। এরপর আগামী ৭ ডিসেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। শিরোপাজয়ী দলকে ১ মিলিয়ন ডলার অর্থ পুরস্কার দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho