
বেনাপোলে স্বামী শশুর শাশুড়ী ও ননদ মিলে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।এঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী শশুর শাশুড়ী ও ননদকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার দুপুরে ঘটনাস্থল বেনাপোলের দিঘীরপাড় গ্রামের মাঠপাড়ার গৃহবধূ কহির শশুরবাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান।
গৃহবধূর নাম কহিনুর বেগম কহি(১৯) বেনাপোলের দিঘীরপাড় গ্রামের মাঠপাড়ার হৃদয় হোসেনের স্ত্রী।কহি শার্শা উপজেলার লটাদিঘা গ্রামের মৃত দুলু মিয়ার মেয়ে।তাদের দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে নিহতের স্বামী হৃদয় হোসেন(২৫),শশুর সিরাজুল ইসলাম,শাশুড়ী শাহানা বেগম ও ননদ সাগরিকাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি রাসেল মিয়া বলেন,গৃহবধু কহির বাবা মা'র মৃত্যুর পর সে নানা বাড়িতেই বড় হয়েছে।বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে সব সময় তাকে লাঞ্ছনা গঞ্জনা দেওয়া হত।ঘটনার দিন শুক্রবার গভীর রাতে সবাই মিলে মুখের ভেতর ওড়না ঢুকিয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আত্নহত্যা করেছে বলে প্রচার করে।পরে স্থানীয়দের সহযোগিতায় পাশের রুম থেকে হত্যায় ব্যবহৃত ওড়না ও বালিশ উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো। যশোর ডিবি পুলিশের অভিযান ২ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho