প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৬, ৪:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৪, ৯:৫৪ পি.এম
৫ নভেম্বর রাউজান প্রেসক্লাব নির্বাচন, উৎসবের আমেজ

রাউজান প্রেসক্লাবের নির্বাচন আগামী ৫ নভেম্বর। নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের মাঝে উৎসবের আমেজ চলছে। উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন আয়োজন করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন নির্বাচন পরিচালনা কমিটি।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সাংবাদিক প্রদীপ শীল ও সদস্য সাংবাদিক কামরুল ইসলাম বাবু জানান- আগামি ৫ নভেম্বর মঙ্গলবার নির্বাচন অনুষ্টিত হবে। ভোটের দিন সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। সেলক্ষ্যে নির্বাচনী তফসিল হিসাবে ২৬ অক্টোবর শনিবার সকাল-১০টা হতে দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এতে ১৬ জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়ন ফরম জমা দেন।
তারা জানায়, মনোনয়ন পত্র যাচাই-বাছাই ৩০ অক্টোবর বুধবার সকাল ১১টায়। ৩১ অক্টোবর সকাল ১১টায় প্রতিক বরাদ্দ। ৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। এরপর ভোট গণনা করা হবে। ভোটের ফলাফল ঘোষণা করার পর বিজয়ীদের ফুলেল শুভেচছা জানানো হবে।
ভোটে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের উল্লেখিত সময়ে যথাযথ মর্যাদা রক্ষা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিনীত অনুরোধ জানিয়েছেন নির্বাচন পরিচালনা পরিষদ।
এদিকে দৈনিক ইনকিলাবের রাউজান প্রতিনিধি এম বেলাল উদ্দিন সভাপতি পদে মনোনয়ন জমা দেন। সহ সভাপতি -১ পদে সাহেদুর রহমান মোরশেদ, এম জাহাঙ্গির নেওয়াজ, এম রমজান আলী। সহ সভাপতি-২ পদে হাবিবুর রহমান, এম কামাল উদ্দিন। সহ সভাপতি ৩ পদে যীসু সেন, জিয়াউর রহমান।
সাধারণ সম্পাদক পদে নেজাম উদ্দিন রানা, আরাফাত হোসাইন। যুগ্ম সম্পাদক পদে- লোকমান আনচারী, সহ সম্পাদক পদে শাহাদাত হোসেন সাজ্জাদ, দপ্তর সম্পাদক পদে রতন বড়ুয়া, প্রচার সম্পাদক পদে রয়েল দত্ত মনোনয়ন ফরম জমা দেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho