
জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ১৯৮৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। সে হিসেবে আজ ৪০ বছর পেরিয়ে ৪১তম বছরে পা দিলেন এই অভিনেত্রী। ক্যারিয়ারের শুরু থেকে অভিনয় দিয়ে দর্শকের প্রশংসা কুড়ান তিনি।
শুধু পর্দায় নয়, পর্দার বাইরেও এ অভিনেত্রী সবার কাছে দারুণ গ্রহণযোগ্যতা তৈরি করেন। বিভিন্ন সময়ে নানা ইস্যুতে প্রতিবাদে সামিল হতে দেখা যায় তাকে। বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল অন্যরকম।
এদিকে জন্মদিনে নিজের এক গোপন কথা প্রকাশ করলেন তিনি। ফেসবুকের এক পোস্টে তিনি লেখেন, যখন আমি চুপ থাকি, এর মানে নিশ্চয়ই নতুন কিছু আসছে। শুধু অপেক্ষা করুন।
বিশেষ এ দিনে নিজের অতীত ও পরিশ্রমসহ নানা বিষয়ে কিছু অজানা কথা ভাগ করে নিলেন অভিনেত্রী। সেই সঙ্গে তিনি বলে দিলেন, জীবনে বয়স কোনো ব্যাপার না, জানালেন, জীবন শুরু করলেন মাত্র।
জন্মদিনের প্রথম প্রহরে সোশ্যাল হ্যান্ডেলে বাঁধন জানিয়ে দিলেন, কী বিস্ময়কর এক ভ্রমণ ছিল! তবে সবসময় সেটি মসৃণ ও শান্তিপূর্ণ ছিল না; বেশিরভাগই উৎকণ্ঠা আর বন্ধুর ছিল। কখনও জিতেছি, ব্যর্থ হয়েছি, কেঁদেছি, হেসেছি, সংগ্রাম করেছি, অর্জন করেছি এবং জীবনের ৪০ বছর শেষে এই বাঁধনই আছি! আমি সত্যিই বিশ্বাস করি এটি জীবনের শুরু মাত্র! নিজেকে নিয়ে আমি বেশ গর্বিত এবং আমি আমার মতোই থাকব সবসময়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho