প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ৮:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৪, ৮:৫৪ পি.এম
জিয়া মঞ্চের কেন্দ্রীয় নেতা ফারুকীর ওপর ছাত্রলীগের হামলা

বিএনপির সহযোগী সংগঠন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম ফারুকীকে (৪৩) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে হৃদয় মিত্র সুমন প্রকাশ ইয়াবা সুমন নামে এক ছাত্রলীগ ক্যাডার।
গত ২৮ অক্টোবর (রবিবার) রাত ১২ টার দিকে পাঁচলাইশ থানাধীন এশিয়ান হাউজিং সোসাইটি এলাকায় রাস্তার উপর এই হামলার ঘটনা ঘটে।
ভিকটিমের ছোট ভাই রাশেদ জানান, গত ২৮ অক্টোবর রাতে বহদ্দারহাট থেকে বের হয়ে বাসায় যাওয়ার পথে
ছাত্রলীগ ক্যাডার ইয়াবা সুমন তার গ্রুপের অন্যান্য ক্যাডাররা অতর্কিত ধারালো অস্ত্র দিয়ে ফারুকীকে মাথায় এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এ সময় আহত ফারুকী মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য নগরীর পার্কভিউ হসপিটালের ভর্তি করান এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
এ ব্যাপারে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক মোহাম্মদ মহসিন বলেন, 'বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী প্রধান হাসিনার উসকানিমূলক বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে সাবেক ছাত্রনেতা ফারুকীকে হত্যার উদ্দেশ্যে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে কুপিয়ে জখম করেছে। আমি পুলিশ প্রশাসনের প্রতি অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে চরম শাস্তির দাবি জানাচ্ছি।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা হামলার খবর পেয়েছি, হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছি।
এদিকে জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা কেন্দ্রীয় সহ মানবাধিকার বিষয়ক সম্পাদককে হত্যা চেষ্টার প্রতিবাদে ২৯ অক্টোবর মঙ্গলবার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho