
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশে লজিস্টিকস, বন্দর, বিমান চলাচল এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। গতকাল মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানিয়েছেন ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আবদুল্লাহ আল হামুদি। এ সময় রাষ্ট্রদূত বর্তমান সরকারকে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান।
রাষ্ট্রদূত আল হামুদি জানান, বিশ্বের অন্যতম বৃহৎ বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ড এবং আবুধাবি পোর্টস চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী। তাদের এই বিনিয়োগ বাংলাদেশের বৈশ্বিক রপ্তানি প্রতিযোগিতায় সহায়ক হবে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের আরেকটি শীর্ষ প্রতিষ্ঠান মাসদার নবায়নযোগ্য জ্বালানি খাতে, বিশেষত ভাসমান সৌর প্রকল্পে বিনিয়োগে
আগ্রহী। প্রতিষ্ঠানটি ইন্দোনেশিয়ায় এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করেছে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানান, বাংলাদেশ সরকার ইতোমধ্যেই ব্যবসাবান্ধব নীতি প্রণয়ন করেছে এবং ইউএইর আরও বিনিয়োগ ও ব্যবসায়ী প্রতিনিধিদের বাংলাদেশে আসার প্রত্যাশা করছেন। তিনি বলেন, ‘এটি একটি অসাধারণ উদ্যোগ। পুরো জাতি এতে অত্যন্ত খুশি হয়েছে।’ এ ছাড়া তিনি প্রায় ১০ লাখ বাংলাদেশি অভিবাসীকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য ইউএই সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত আল হামুদি বলেন, বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। ইউএই ব্যবসাবান্ধব নীতি ও সংস্কার এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে। সাক্ষাৎকালে ইউনূস সম্প্রতি ইউএই আদালতে দোষী সাব্যস্ত ৫৭ জন বাংলাদেশির মুক্তির জন্য প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho