প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ১২:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ৩:৪৯ পি.এম
বকশীগঞ্জে কর্মবিরতি প্রত্যাহার করলেন চিকিৎসকরা

জামালপুরের বকশীগঞ্জে গত ২৮ অক্টোবর সন্ধ্যা চিকিৎসকদের ওপর হামলার ঘটনা হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছিলেন চিকিৎসকরা। তবে সাধারণ রোগীদের কথা চিন্তা করে এই কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মোহাম্মদ আজিজুল হক বলেন, চিকিৎসকদের দাবির মুখে সরকারের ‘দৃশ্যমান পদক্ষেপ’ দেশের সার্বিক পরিস্থিতি ও সাধারণ রোগীদের প্রতি মানবিক দিক থেকে হাসপাতালে আগের মত পুরোদমে স্বাভাবিক কার্যক্রম চলবে।
তিনি আরো বলেন, আসামিদে দ্রুত গ্রেফতারের আশ্বাসে কর্মবিরতী প্রত্যাহার করা হয়েছে ।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সোমবার রাতে হামলা ও মারধরের ঘটনায় মঙ্গলবার সকালেই কাজ বন্ধ করে দেন চিকিৎসক ও কর্মচারীরা। মঙ্গলবার সকাল থেকে হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়।
বুধবার (৩০ অক্টোবর) চিকিৎসকদের কর্মবিরতী প্রত্যাহার হওয়াতে ভর্তিরত ও সেবা প্রার্থী রোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন।
এবিষয়ে সেবা নেওয়া আসার রোগী উজির আলী বলেন, ডাক্তারদের এই কর্মবিরতীকে সাধুবাদ জানাই, আজ সকালে হঠাৎ করে আমার ছেলে অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে এসে তার চিকিৎসা নেই।
অন্যদিকে সাধুরপাড়া থেকে আসা রোগী মো: মোবারক মিয়া জানান,গতকাল চিকিৎসার জন্য এসে কর্মবিরতীর জন্য ঘোরে যেতে হয়েছে আজ এসে চিকিৎসা পেলাম। তবে ডাক্তারদের কাজে ফিরে আশায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
ডাক্তার মাইনুল ইসলাম বলেন,সকাল থেকে রোগী দেখতেছি। এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান,মামলা হওয়ার পর ১ জনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho